শিক্ষা জাতির মেরুদন্ড। সমাজ ও দেশকে উন্নতির চরম শিখরে পৌঁছে দিতে শিক্ষার গুরুত্ব অপরিসীম। তাই একবিংশ শতাব্দীর বিজ্ঞান ও প্রযুক্তির বিশাল উন্নতির চরম শিখরে পৌছে ভারার্সের অন্যান্য সম্প্রদায় যখন নিজেদের অবস্থানে বিরাজমান, তখন উত্তরবঙ্গের মুসলিম সমাজ শিক্ষার দিক থেকে অনেকটাই পিছিয়ে। তাই মুসলিম সমাজকে প্রকৃত শিক্ষার আলোর আলোবঞ্চিত করে ছাত্র ছাত্রীদের বিশ্বের দরবারে দৃষ্টান্ত স্থাপনে স্বপ্ন দেখাচ্ছে আল আকবর মডেল মিশন। ছাত্র ছাত্রীদের স্বপ্নকে বাস্তবে রুপারিত করতে আমাদের এই প্রচেষ্টাকে স্বার্থক করে তুলতে আপনাদের দোরা ও সার্বিক সহযোগিতা একান্ত ভাবে কাম্য।
একবিংশ শতাব্দীতে দাড়িয়ে, বর্তমান যুগের আধুনিক সমাজের সাথে তালে তাল মিলিরে চলার জন্য ও শিক্ষার্থীদের মধ্যে উপযুক্ত আধুনিকতা আনতে এবং ভবিষ্যতের অত্যাধুনিক সমাজ গড়ে তুলতে, শিক্ষার্থীদের মধ্যে সেই বীজ বপন করার চেষ্টার আছে আল আকবর মডেল মিশন।
অশেষ করুণাময় মহান স্রষ্ঠার অসীম কৃপার একঝাঁক অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা মন্ডলীদ্বারা, আধুনিক শিক্ষাদ্বারা শিক্ষার্থীর মধ্যে এক উচ্চশিক্ষার স্বপ্ন দেখাতে ও কর্মমূখী শিক্ষার ভাবনা জাগ্রত করে চলছে আল আকবর মডেল মিশন।